পাথুরে পথে ভ্রমণ


 পাথুরে পথে ভ্রমণ

সামীউল ইসলাম শামীম


পাথুরে পথে একলা আমি চলি,

হৃদয়ে জাগে স্বপ্নের দোলন।

বালুকাভরা পথ, কঠিন দৃশ্য,

তবুও আশা, ভর করে মন-রস।


ধূলির ছায়ায় মিশে যায় পা,

নতুন পথের দিকে রওনা দিয়া।

ধীরে ধীরে পা ফেলি, ছন্দে ছন্দে,

পাথুরে পথে খুঁজে পাই অন্তরের বন্দে।


ঝোঁপঝাড় পেরিয়ে, পাহাড়ের রাহে,

মন ছুঁয়ে যায় গোধূলির স্নিগ্ধ আঁচে।

আলোর খোঁজে চলি, পথই হোক অন্ধকার,

প্রতিটি পাথর গড়ে দেয় নতুন কোন কথা বার।


দূরে আকাশ, কাছে বুকের আশ,

এই ভ্রমণে বুকের ভিতর শুধুই বিশ্বাস।

পাথুরে পথে, ক্লান্তি নিত্য সঙ্গী,

তবে জানি, শেষ হবে এই পথের কোন এক ত্রিঙ্গী।


পথের শেষে মেলে দেখা এক নতুন গান,

অবিরাম চলাই যেন আমার মরণ-ধ্বন।

পাথুরে পথে ভ্রমণের গল্প,

স্বপ্নের সাথেই একদিন সার্থক হবে ফল।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post